Text size A A A
Color C C C C
পাতা

কী সেবা কীভাবে পাবেন

 

ক) সামাজিক নিরাপত্তা কর্মসূচী সমূহঃ১. বয়স্কভাতা সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি কর্তৃক আবেদন যাচাই বাছাই অন্তে নির্বাচন করে উপজেলা কমিটিতে অনুমোদন

২. মুক্তিযো্দ্ধা সম্মানী ভাতা সংশ্লিষ্ট উপজেলা কমিটি কর্তৃক আবেদন যাচাই বাছাই অন্তে জেলা কমিটিতে অনুমোদন।

৩. বিধবা ভাতা সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি আবেদন যাচাই বাছাই অন্তে উপজেলা কমিটিতে অনুমোদন।

৪.অসচ্ছল প্রতিবন্ধী ভাতা সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি আবেদন যাচাই বাছাইঅন্তে উপজেলা কমিটিতে অনুমোদন।

৫. প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি উপজেলা কমিটিতে আবেদন যাচাই বাছাই অন্তে অনুমোদন।

৬. হিজরা ভাতা সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটিতে আবেদন যাচাই বাছাই অন্তে উপজেলা কমিটিতে অনুমোদন।

               ( সকল ভাতা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রদান করা হয়)

খ) সুদমুক্ত ঋণ কার্যক্রমঃপি আই সি এর অনুমোদন সাপেক্ষে গ্রাম জরিপ করে দল ও গ্রাম কমিটি গঠন করে স্কীম প্রনয়ন করে ‍ঋন প্রদান।

গ) বেসরকারি সংস্থা ও এতিমখানা নিবন্ধীকরণ ও তত্ত্বাবধানঃ আবেদনকারী সংগঠনের বিষয়ে প্রাথমিক তদন্ত করে উর্ধতন কর্তৃপক্ষের নিকট সুপারিশসহ প্রেরণ এবং নিবন্ধিত সংস্থাকে কাজে উৎসাহ প্রদানের জন্য সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে অনুদান প্রদান তদারকি করা/ এতিমখানার এতিম শিশুদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট মঞ্জুরির জন্য সুপারিশ করণ ও  তদারকী করা।